চেহারা তোমার
দিন দিন অচেনা হচ্ছে
তুমি চাটুকার পরিবেষ্টিত
তুমি র পরিবেষ্টিত
ভোট ভোটের
সরকার প্রধান তুমি
বার বার ক্ষমতায়
ভারত স্বামীর করুণায়।।
মেগা প্রকল্প দিয়ে
কাঠামোরগত উন্নয়ন হলেও
দেশ উন্নয়ন দেখে না
টাকা পাচার,দুনীতি
কখনও বন্ধ হয় না
তোমার কাজ
দেশের জন্য অভিশাপ
তোমার মায়াকান্না
দেশের জন্য অভিশাপ
তোমার ছলনা
তোমার ছলাকলা
তোমার চিরচেনা
স্বামীর তরে
ভারত স্বামী তোমার।
তোমার ধ্বংস
তুৃমি নিজের দোষেই
ভারত স্বামী
কখনও রক্ষা তোমায়
করবে না বললুম
ভবিষ্যত কখা বলবে ইনশাআল্লাহ।।