স্বাধীনতার অন্য রূপ
মোঃ সোহাগ প্রামানিক(উত্তরের পথিক)
. ১)
তোমার চোখের মনযোগ তুমি নষ্ট করেছো
কারন তুমি নিজেই জানো
নষ্ট করেছো দুই হাতের চমকপ্রদ শ্রম ।
তুমি কয়েক ডজন রুটির উপযোগী ময়দা করছো মন্থন,
যে রুটির একটি গ্রাসও তুমি ভোগ করবেনা;
তুমি অন্যদের দাস হবার ব্যাপারে স্বাধীন
তুমি ধনীদের আরো বেশি ধনী করার ব্যাপারই স্বাধীন।
.২)
স্বাধীনতা ব্যবসায়ী,
নষ্ট রাজনীতির,
নোংরা ময়দান,
তোমার জন্মমুহূর্তে ওরা তোমার চারপাশে স্থাপন করলো
সরকারে বসে বসে
মিথ্যা উৎপাদনের কারখানা;
মিথ্যা - যা আজীবনের জন্য যথেষ্ট।
তুমি চিন্তাশীল ভঙ্গীতে তোমার মহান স্বাধীনতা নিয়ে চিন্তা করেই যাচ্ছো !
স্বাধীন চেতনাটুকু থাকার স্বাধীনতাই কেবল তোমার আছে।
.৩)
তোমার মাথা এতই নত যেন
তা গ্রীবা থেকে অর্ধেক কাটা
তোমার হাতদুটো লম্বা, ঝুলানো
মহান স্বাধীনতা নিয়ে তুমি উদ্দেশ্যহীন
এবং স্বাধীন,
বেকার থাকার স্বাধীনতা নিয়েই,
তুমি স্বাধীন।
.মুক্ত চিন্তা, নিজেদের অধিকার
কথা বলা মাএ,
তুমি অপরাধী।
৪)
তোমার জানা সবচেয়ে মূল্যবান বস্তুর মতই
তুমি ভালোবাসো স্বদেশকে।
অথচ একদিন,
স্বাধীনতা ব্যবসায়ীরা
ধরো তারা একে আমেরিকার কাছে হস্তান্তর করতে পারে।
৫)
এবং তোমার মহান স্বাধীনতাসহ তোমাকেও,
তোমার প্রিয়তম দেশের একটি বিমানঘাটি হবার স্বাধীনতাটুকুই আছে।
.৬)
তুমি হয়তো দাবী করো মানুষ কখনো মানুষ ছাড়া যন্ত্র ,সংখ্যা কিংবা শুধুই একটি যোগসূত্র হিসেবে থাকতে পারেনা,
তখন হঠাৎ তারা তোমার হাতে পরালো হাতকড়া।।
৭)
তুমি গ্রেফতার হবার জন্যই স্বাধীন,
কারারুদ্ধ হবার জন্য স্বাধীন
ফাসিতে ঝুলে মৃত্যুর জন্য স্বাধীন।
দেশ স্বাধীন হলেই
জনগন স্বাধীনতা পায়!!!
রক্ত দিয়ে আদায় ও সফল করতে হয়।
.৮)
লোহার কাঠের কিংবা সূক্ষ্ণ রেশমের পরদাও তোমার জীবনে নেই
স্বাধীনতা চেয়ে নেবার দরকার নেই
তুমি স্বাধীন,
কিন্তু স্বাধীনতা আজও জেলখানায়,
কিন্তু এই ধরনের স্বাধীনতা অনন্ত নক্ষত্রবীথির নিচে
একটি ব্যর্থ প্রেম ছাড়া আর কিছুনা,
রক্ত চোখে জনগন আজও,
স্বাধীনতাকে খোঁজে,
স্বাধীনতা বার বার কাঁদে।