সকালে বাজার করতে গেলে হায়
চরম দাম, তায় অল্প বাজার হয়
উন্নয়নের, সপ্নের সিঙ্গাপুর ও আমেরিকা
মহান মহান আলামত আবার
কত সাধুবাবার কত অসাধু কারবার
ক্যানসার রোগীদের মত অনেকটা আবার।
গালগল্প ও মমতা আদর
নাই ভরসা, মীরিচিকা দেখানো
১০%,১৫%,২৫%কমিশনের উন্নয়ন
উন্নয়নে টাকার কুমির সয়লাব
চেতনা তাদের টগবগ
দেশ গোল্লায় যাক।।।
টাকার বড় চেতনা জড়সড়
আবহমানকাল থেকে নেতাদের
গরম বক্তব্য, রক্ত গরম আবার
চেতনাব্যবসায়ীদের কাজ এটা বারবার
নিজের গদির লাগি দেশ ও জাতিকে
নব নব চেতনায় আবদ্ধ রাখায়।।
ফুটপাতের পাতি ছাগল
চেতনা কি বুঝতে পারে
আজ সে টপ ধনী বাংলাদেশে
কম্বল, গরু,জমি, ছাগল
চেতনা চেতনা সব মাফ
জনগনের পকেট ফাঁকা।।।
চাকুরী নাই, খাবার ও নাই
রাস্তায় রাস্তায় মিছিল
রাস্তায় রাস্তায় মৃত্যুপুরী
ভদ্রলোক ভিখারি বেশি বেশি
মোদের মহান সরকারি বাহিনী।।
চায়ের নাস্তার টিপসের আবদার
মামার বাড়ির আবদার
মাঝে মাঝে বেইমান হতে ইচ্ছে করে
নষ্ট হয়ে সব ধ্বংস করি
কিছুই কি করার নাই?
মুক্তি কিসে বল?
বাংলার বন্ধুরা, চেতনা অনধ হয়ো না।।
দারিদ্র্যকে জেলখানায় নয়
পরিবার, দেশ থেকে বিদায় কর
রক্ত গরমকারী চেতনা ব্যবসায়ীরা
সচেতন হও, দেশ বাঁচাও।।
মাথা গরম হলে বুঝবা তোমরা
৫০ বছর আগের মত( ১৯৭১)
রক্ত গরম হলে কেউ রেহায় পাবা না
সবাই সচেতন হই
আগে দেশ, তারপর চেতনা।।