রক্তে রক্তে বৃষ্টির গান
বন্ধু তুমি কি জানো??
কোন দুঃখে/রক্তে বৃষ্টিকে প্রাণীত করে?
জানো কি খানাখন্দ বুঁজে এলে
সে কি করে কাঁদে?
পথভোলা একলা
এক মানুষ বৃষ্টির ছাঁটে কী খুঁজে পায়?
গতিতে অবিরাম,
যেনো রক্তের ছিটে,
যেমন ক্ষুধার্ত মানুষ,
অবিরাম ভালোবাসার মতো,
যেমন শিশু, মৃত্যুর মতো,
অনিঃশেষ বৃষ্টি।
মায়াবী তোমার চোখদুটো
আমাকে নিয়ে চলে বৃষ্টি-বিহারে
উপসাগর উজিয়ে বিদ্যুৎরেখা
কুড়িয়ে বেড়ায় ইরাকের ঢেউ যতো
সাথী হয় নক্ষত্ররাজি আর ঝিনুকের খোলেরা।।
মনের মত
যদি একটি ভোর
তাদের থেকে বিশ্রাম ছিনিয়ে,
গভীর রাত টেনে দেয়
রক্তজমাট আঙরাখা।
বার বার আমি কেঁদে ফেলি
উপসাগরের তীরে: ‘হে আললাহ
হে মওলা, মোর সাধনাআর সবকিছুর মওলা!’
আর তখন প্রতিধ্বনি আসে,
ঠিক যেমনটা ভাবা হয়েছিল তেমনই।।
‘হে মওলা
হে মওলা, সবকিছু আর সবকিছু একমাত্র মালিক মওলা!’
প্রায় নির্ভূল...শুনতে পাই শাঁসানো কণ্ঠের বাংলাদেশের স্যাংশন আর স্যাংশন
মাদার নামে কুখ্যাতের আজেবাজে বজ্রধ্বনি
পাহাড়ে আর সমতলে
জড়ো হয়ে উঠছে আলোর বান
কেননা আগুয়ানেরা
আগল ভাঙল বলে!
আর টুটলেই
ছড়িয়ে পড়বে হাওয়া উপত্যকা জুড়ে।
নিশ্চিত শুনতে পাই...
খেজুর পাতারা আকণ্ঠ
পান করছে বৃষ্টির পানি
শুনি তল্লাটে তল্লাটে
দেশান্তরী মানুষের অস্ফূট গোঙানী
উপসাগরে যুঝে চলেছে বৈঠা আর পাল
ঝড় আর বজ্র হুঙ্কার, গাইছে
মুক্তির গান
সাম্যের গান
আললাহর রহমতে
মওলায় সমাধান
বৃষ্টি...বৃষ্টি....রক্ত ঝরা
ঝরঝর বৃষ্টি!!