এত তাড়াতাড়ি
নয় ছয় নিবাচনে
জাল ভোটে
বলদ কমী নিয়ে
পুলিশ,সেনাবাহিনী,আনসার,বিজিবি দিয়ে
জিতেছো তুমি!!!
হেরেছে বাংলাদেশ
এক মাঘে
যায় না কখনও শীত।।
এতো ভোট চুরিলা তুমি
বিচার কি
কখনও হবে না!!
বল তুমি,
তুমি কি আইনের উপরে!!
বিশ্ব দেখল
রেকর্ড করলা তুমি
দেশ পরাধীন হওয়ার রেকর্ড
টাকা পাচারের রেকর্ড
ভারত দালাল হওয়ার রেকর্ড
দুনীতিতে বিশ্ব রেকর্ড
ভোট চোর হওয়ার রেকর্ড
ভোট চোরের
সরকার গঠনের বিশ্ব রেকর্ড।