কিছু রেকর্ড
কিছু বয়কট
গনতন্ত্র, মানবতা
আজ তীব্র সংকট।।
বিনা ভোটের
টাকা পাচারকারী
নানা টেন্ডারবাজী
পুরনো মিনিস্টার
লয় সাথে
কাঁথা বালিশ কম্বল
এখন অপমান
আর অপমান
সাথে মরন স্যাংশন
এখন তোমাদের
মরন ক্যানসার
মাঝে মাঝে
জনগণের অভিশাপ।।
বেটির চালচাল দেখলে
মনে হয়
কিছুই হয় নি
২% ভোটকে
সব সুষ্ঠু নির্বাচন বলে
বাপ বেটি
একই অবস্থা।।
মিথ্যা ওয়াদার রেকর্ড
মিথ্যা কথার ফুলছড়ি
রাজনৈতিক শিষ্টাচার
ভঙ্গের রেকর্ড
জানেই না কিছুই
মনে হয়
ভারত স্বামীর চিন্তায়
পেট খারাপ তোমার
মাথাও খারাপ সবসময়
তড়িঘড়ি সরকার গঠন
যদি মিস হয়
বাপ গেছে কবরস্থান
বেটি যাবে
কারনে অকারনে হিন্দুস্থান।।