শীত শেষ
মনে হচ্ছে
রোদ আরও
মিষ্টি মনে হচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক অবস্থা
দিন দিন
এতো খারাপ হচ্ছে
অনেকে এটাকে
বাকশাল ২ বলছে
মুজিব হাসিনা
শাসনে শোষনে
আসলে লজ্জায়
আমরা বাঁচি না!!!!
রাজনৈতিক শীতলতা
আজও খুঁজি
এক দল
এক আব্বার থাবা
সবই কুপোকাত
ভারত স্বামীর উন্নয়ন
চীন আর রাশিয়ার
উন্নয়ন উন্নয়ন সূত্র
বাংলাদেশ হয় ধ্বংস।।