প্রতি নিঃশ্বাসে তোমার নাম(আল্লাহ)
মোঃ সোহাগ প্রামানিক(উত্তরের পথিক)


আল্লাহর দেওয়া
প্রতি নিঃশ্বাসে
কখনও দীর্ঘ শ্বাসে
কখনও আরামে
তুমি যদি হও
তোমার নিজের
ইচ্ছেগুলোর কেন্দ্রবিন্দু।।


তবে তুমি হারাবে
তোমার প্রিয়র অনুগ্রহ।
কিন্তু প্রতি নিঃশ্বাসে যদি,
তুমি উপেক্ষা করে যাও
সচেতন এখনি
তোমার নিজের
সব চাহিদা জানাও
তোমার ভালোবাসার মালিককে
শীঘ্রই তোমার ইচ্ছের মূল্যায়ন হবে।


আল্লাহর দেওয়া
প্রতি নিঃশ্বাসে
তুমিই যদি হও
তোমার নিজের
সব ভাবনার কেন্দ্রবিন্দু,
তবে একটু সচেতনে
শরতের বিষন্নতা এসে যেন
তোমায় করবে ভারাক্রান্ত আবারও।


কিন্তু প্রতি নিঃশ্বাসে যদি,
শীতের প্রকৃতির মতো,
তুমি করো তোমায়
পুরোপুরি প্রকাশিত কর
ভেতর থেকে
তখন জেগে উঠবে,
অনাবিল বসন্তের আনন্দ।


তোমার সব
অধৈর্য্যতা আসে,
ধৈর্য্য অর্জন করার চাপ হতে,
সে প্রচেষ্টা ছেড়ে দাও,
আর তখনই আসবে প্রশান্তি
তোমার সমস্ত
অপূর্ণ বাসনাগুলো হলো,
তোমার লোভের ফলশ্রুতি,
সিদ্ধি লাভের জন্য,
ওগুলোকে দূরে ঢেলে দাও
তখনই সেগুলো
ফিরে আসবে উপহার হিসেবে।


মওলা তোমার আশেক আমি
সবসময় আমি
প্রেমের যন্ত্রণা নিয়ে প্রেমে করি
উচ্ছ্বাসে নয়,
দীদার কামনায়
জান্নাত কামনায় নয়
অসীম ভালোবাসা কামনায়
আর তখনই আমি তোমার প্রিয় হব,
তোমার প্রেমের পবিত্র  আবেশে
প্রতিটি নিঃশ্বাস
তোমার নাম
মরনেও যেন
কখনও না থামে
আমিন আমিন।।