প্রতি নিঃশ্বাসে তোমার তসবী মওলা
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
প্রতি নিঃশ্বাসে তোমার তসবী মওলা
তোমার তসবী মওলা
সবসময়ে তোমার তসবী মওলা
প্রতি নিঃশ্বাসে তোমার জিকির মওলা
তোমরা মানবরা যদি হও
তোমার নিজের ইচ্ছেগুলোর কেন্দ্রবিন্দু,
সত্যি, তুমি হারাবে তোমার প্রিয়র অনুগ্রহ।
কিন্তু প্রতি নিঃশ্বাসে যদি,
তোমরা উপেক্ষা করে যাও
তোমার নিজের সব চাহিদা,
তবে ভালোবাসার পরমানন্দ,
সত্যি, শীঘ্রই হবে আবির্ভূত।
প্রতি নিঃশ্বাসে
তোমরা যদি হও তোমার
নিজের সব ভাবনার কেন্দ্রবিন্দু,
শরতের বিষন্নতা এসে,
তোমায় করবে ভারাক্রান্ত।
কিন্তু প্রতি নিঃশ্বাসে যদি,
গরম/শীতের প্রকৃতির মতো,
তুমি করো তোমায় পুরোপুরি প্রকাশিত,
ভেতর থেকে তখন জেগে উঠবে,
মনের বসন্তের আনন্দ।
তোমার সব অধৈর্য্যতা আসে,
ধৈর্য্য অর্জন করার চাপ হতে,
সে প্রচেষ্টা ছেড়ে দাও,
আর তখনই আসবে প্রশান্তি
তোমার সমস্ত অপূর্ণ
বাসনাগুলো হলো,
তোমার লোভের ফলশ্রুতি,
সিদ্ধি লাভের জন্য,
ওগুলোকে দূরে ঢেলে দাও
আর তখনই সেগুলো ফিরে
আসবে উপহার হিসেবে।
মওলার প্রেমের যন্ত্রণা
নিয়ে প্রেমে পরো
উচ্ছ্বাসে নয়,
আর তখনই মওলা তেমার প্রিয় হবে,
তোমার প্রেমে আসক্ত
আসল মুক্তি
আসল শান্তি
আসল আনন্দ
মওলারে আপন করে
সবসময় জিকিরে ফিকিরে
ইসলামী জীবন বিধানে।।