পৃথিবীতে ইসলাম ছিলো, আছে,থাকবে ইনশাআল্লাহ
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক

#
মোদের জীবন
ইসলাম মোমের
দীপ শিখা নয়।
ফুঁ দিলে যায় নিভে,
ইসলাম কভু খায় না হোঁচট
হাত বাড়িয়ে দিবে।

#
মোদের জীবম
ইসলাম মাটির অথর্ব্য না
মিশবে মাটির সাথে,
ইসলাম খোদার দ্বীপ্ত নিশান
জ্বলবে আঁধার রাতে।

#
শোন মানবকূল
মানুষ তুমি তিন জীবনে
থাকতে নিজেই সুখে,
ধারণ করো তাহার জ্যোতি
আগলে রেখো বুকে।

#
মোরা জানি
আল্লাহ তায়া’লা যে দ্বীন দিছেন
নিজেই রক্ষাকারী,
সাধ্য তো নাই এই মানুষের
সে দায় নিতে পারি।

#
মোরা দেখছি নিত্য
দ্বীনের বুকে আঘাত ব্যাঘাত
ঈমান যাচাই ক্ষেত্র,
তাহার প্রতি মায়ায় তোমার
ভিজল কী না নেত্র!

# এত আয়োজন
কাঁদল কি’না হৃদয় তোমার
তাঁহার মায়ায় পড়ে,
দায়টা তোমার মায়ার প্রমাণ
জীবনে যাও গড়ে।

#
শোনমানবকূল
ইসলাম ছিলো আছে ইসলাম
থাকবে চিরদিন ইনশাআল্লাহ
কাফের প্রতি ঘৃণা নয়
বার বার দোয়া
শোধ করে যাও ঋণ।