বৃষ্টি হচ্ছে
আবেগ জাগছে
মনের মাধুরীর কথা
বার বার মনে পড়ছে
বেশিদিন আগের কথা নয়
মোর প্রেম মাধুরী বননা লয়
বিয়ের কথা বলে সবাই
আমার লাজ হই
শেষে সম্মতি দিলাম
মাকে নিয়ে বউ
দেখতে গেলাম
বাহিরে লাজে মরি
ভিতরে মরি বার বার
বুঝানোর মানুষ নাই
পাএীর বাড়ির নাস্তা এল
সবাই মিলে খায়
খানা শেষে
এলাকাটা দেখলাম নিমেষে
একটু অবসরে
পান খাওয়ার পরে
বউ দেখা'র পালা
মোর বুকে ধুকপুক
করে আজব খেলা
দেখলাম মোর ভাবী রমনী
মনে হয় আললাহ
জান্নাত থেকে দিয়েছে আনী
দেখা শেষে
মন নাহি চায় আসতে
বাড়ি আসার পর
কল্পনায় বাস্তবে দেখা হয়
প্রেমে মজে গেলাম
বউ বানালাম
আমার চির আপন
রাবেয়া বসরী নাম।।