রাতের বেলা
হঠাৎ মনে হল
গেরামের বাড়িতে যাব
মালশামানা নিয়ে
হাজির হলাম
কল্যানপুরে একা
অথ কড়ি অল্প
কিন্তু মনে সাহস অনেক
তবুও অথ কড়ি ও লাগে
আল্লাহর নাম নিয়ে
যাএা শুরু করলাম
গেরামে অনেকবার গেছি
এবার যাওয়ার অনুভূতি
সম্পূর্ণ অন্যরকম
বাসে উঠে ঘুম
দেওয়ার অভ্যাস অনেকদিনের
একঘুমে গেরামের কাছেই
নাই ছোটগাড়ি
নাই লোকজন
বাড়ির লোকেরা
ফোন ধরে না
কতটা সময় অপেক্ষা
করা যায় এই ভেবে ভেবে
দিশেহারা মন
আনচান করে
একটু ভয়ও লাগে
তবে একটু সাহস করে
আল্লাহর নাম নিয়ে
দু পা চালাতে শুরু করলাম
মেঠো পথে ধরে চলেছি
গজল গাইতে গাইতে
মিষ্টি যেসব দূশ্য দেখলাম
তার বননা দেওয়া
আমি ছোট কবি
তবুও ছোট করে বননা করছি
শিশিরভেজা ঘাসের গন্ধ
পাখিদের কলরব
মিষ্টি আযান
শেয়ালের হাঁক
ফসলের মাঠ
যেন সবুজের সমারোহ
খাল বিল
গাছগাছালি
তারা যেন
পিছুই ছাড়তে চাই না
মেঠো পথে
মন চায়
আরও হাটতে
মিষ্টি হাওয়ায়
গজলের গানে
মুগ্ধ ছিলাম অনেক
গেরামের এমন
পকৃতি মনে বাড়ায় আকৃতি
প্রেম অনুভূতি
গেরামের জন্য
গেরামের মানুষের জন্য
এই প্রেম
জান্নাতী প্রেম
বার বার গেরামে যাব
এমন প্রেমে আবার মজব
এই প্রেম যেন শেষ নাহি হয়।।