ছোটবেলা থেকে প্রেম
শব্দটি শুনে আসছি
মাথায় কাজ করতো না
কী জিনিস??
ভয়ে জিজ্ঞেস ও
কাউকে করিনি
মনে পড়ে
একবার আম্মা কে
জিজ্ঞাসা করেছিলাম
প্রেম কী আমমা
গালে বড় একটা
এ্যাটম বোম মাকা
থাপ্পড় জুটেছিল
সেই থেকে ভয়
কি যেন হয়??
চাকুরী পাবার পর
গেরামের রাস্তায় হাটছি
হঠাৎ মিষ্টি একটা মেয়ের
সাথে দেখা
মনের ভিতর একটা মিষ্টি
একটা অজনা শিহরণ
নানা জিজ্ঞেসাতিত মন
মিষ্টি মেয়ের বাড়ি কোথায়
আগে জানা দরকার
মিষটি মেয়েটা পরিচিত একজনের
বাড়িতে তাকে ঢুকতে দেখলাম
মনে করলাম
মেয়েটা আত্নীয় মনে হয়
মেয়েটার প্রেমে আমি শেষ
মেয়েটা মনে হয় যাদু জানে
দুদিন পরে গেলাম
স্বপা আপার বাড়িতে
ঔ মেয়েটা কে জানার জন্য
সবার সাথে দেখা হল
শেষে মেয়েটা
পরিচয়ের পর ভীষন লজ্জা
মোর জীবনে এমন লজ্জা
আর কখনো চাই না
প্রেম হল না
সেই মেয়েটা মোর
গেরামের ভাগিনা।।