প্রিয় বন্ধু, তোমাকে ফিরতেই হবে
মোঃ সোহাগ প্রামানিক( উত্তরের পথিক)


আমি তোমার প্রতীক্ষায় থাকবো -
বট গাছের নিচে যেখানে
প্রেমের স্মৃতি জড়িয়ে আছে।

তোমার কাছে
আমি অনেক
গোপন কথা বলেছি
অনেক প্রতিশ্রুতি
দিয়েছ আমাকে
অবশ্যই তুমি ফিরে আসবে।।

সূর্য ডুবে গেলে
গভীর ও নিরব রাত্রি
যখন ভর করে বাড়ির ছাদে
আমি এখনও
পথ চেয়ে
তুমি ফিরবে বলে
প্রিয় বন্ধু মোর
কান্না আসে
কিন্তু অপেক্ষায় থাকি।।

সেই কি তুমি?
নতুন করে চিনব তোমায়
প্রিয় বন্ধু
তোমার ফিরে আসার
সময় কি শেষ হবে না!!
শোকের  চিহ্ন হয়ে রবে চিরকাল।।