প্রেমের আলো ছড়িয়ে পড়ুক চারদিকে
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
প্রেমের আলো সবার মন জুড়ে থাকে,
নশ্বরতার ধ্বংসের ঝলকে।
সে পথে অন্যমনস্ক ম্লানবশত
শোকার্তরা দাঁড়িয়ে থাকে
আর এমনকি করে গোধূলিবেলায়
জীর্ণ ঘূর্ণিচাকার বিরুদ্ধস্রোতে
আবর্তিত হয়,
প্রেমের আলোকে কেন্দ্রে রেখে।
প্রিয় নির্বাক, বন্ধুগণ
মৃত্যুময় নিঃসঙ্গতার
এই মুহূর্তটুকুতে আমরা একা!
আর ভেতরটা পুড়ে যাচ্ছে তীব্র অগ্নিবাণে,
মনে হয় নষ্ট সময়ের
প্রকৃত উত্তরাধিকার আমরা সবাই
প্রেমের আলোর প্রযোজন।
প্রকৃতির নিয়মে
ধূসর বস্ত্রাঞ্চলে ঝরে পরে সূর্য থেকে,
ফলভারে নত বৃক্ষশাখা।
প্রকাণ্ড শেকড় সমেত কালরাত্রি
অকস্মাৎ বেড়ে ওঠে মানব হৃদয় থেকে,
আর যা আমরা লুকায়, হৃদয় মাঝে,
মানবতা ও প্রেম নিবিড় সম্পকে
যেন এক নীল পাণ্ডুর মানুষ,
নবজাতক আগামীর,
পুষ্ট হয় সবার দোয়ায়!
হাহাকারে বিস্তীর্ণ ও বহুপ্রজ সেই,
চুম্বকের অনুসারী এক
চক্রাকারে আবর্তিত হয় স্বর্ণ ও কৃশকায় রঙে;
প্রেম জেগে ওঠে, পথ দেখায় নবসৃষ্টির!
এমন প্রাচুর্যময় জীবনের ছবি আঁকে যেন
বেদনার ভারে নত ফুলেরা ঝরে যায় প্রান্তরে
আপন কর
বন্ধু হও সবার
মানবিক ভাবনার
কর উন্নয়ন
প্রেমের আলো ছড়িয়ে পড়ুক
চারিদিকে যেন মায়ার বাঁধনে।।