মমতা আদর
সোহাগ মায়া
প্রেম পিরীতি
হৃদয়ের লেনাদেনা
সবই যেন একই
সুতোয় গাঁথা
একটু দেখা
একটু চাহনী
একটু একটু
পরম অনুভূতি
পরম সত্য
অনুভূতির কথা
যুগে যুগে
অমর প্রেম কাহিনী
হয়ে রয়
সব দেশে
আমিও মানুষ
আমার জীবনেও
প্রেম উঁকি দিয়েছিল
নানার বেড়াতে গিয়েছিলাম
অনেক দূরের পথ
ক্লান্ত শরীরে
ঘুমিয়েছিলাম অনেক
বিকেলে ঘুম ভাঙল
শরতের বিকেল
আল্লাহর অপূর্ব দান
মামত ভাইকে সাথে নিয়ে
বিকেলে ফসলের মাঠ দেখছি
মিষ্টি শরতের বিকেলে
মিষ্টি হাসির সুর
কোথাও হতে ভেসে আসছে
দেখার জন্য আরও সামনে
এগিয়ে গেলাম কয়েকধাপ
দেখলাম দুই জমজ বোন
গল্প করছে
আর খিলখিলে হাসছে
জিজ্ঞেস করলাম
মামাতো ভাই কে
এরা কে?
সে বলল
এরা আমাদের ফুপাতো বোন
জমজ বোন কার নাম কি?
আমি জিজ্ঞেসা করলুম
মামাতো ভাই বলল
এক বোন বীণা
আারেক বোন সেতারা
আমি বললুম সুন্দর নাম কি!
মামতো ভাই বলল
তার নাকি জানা নাই
আমি বললাম
জিজ্ঞেস করি
মামাতো ভাই বলল
কখনও নয়
দুই বোন মারাত্মক ও ডাকাত!!!!
আমার জীবনের ইচ্ছে
ডাকাত মেয়েকে বিয়ে করব
এভাবে কয়েকদিন যায়
তাদের সাথে
কথা বলার চেষ্টা করি
ভয় লাগে
মায়াও লাগে
মনে মনে গুমরে মরি!!!
একদিন গেলাম
জমজ বোনদের বাড়িতে
আলাপ করতে
মিষ্টি নিলাম
হাজার হউক কুটুমবাড়ি!!
বাড়ি নয় যেন
ফুলের বাগানে এসে পড়েছি
গুনগুন গানের আওয়াজ
আমায় আরেক ধাপ
পাগল করে দিলো
দুই বোন তো একই
বীণা না সেতারা
ভয় ভয় লাগে
দেখা হল
বললাম চাচা চাচী কোথায়
তারা বলল
উনারা রুমে আছেন
চাচা চাচীকে সালাম দিয়ে
অনেক আলাপ করলাম
শেষে বললাম
সেতারাকে আমার পছন্দ হয়েছে
তারা বলল
সেতারা তো বিয়ে ঠিক
তুমি বীণাকে বিয়ে করতে পার
তারা বলল
আমি ভেবে জানাব
বলে চলে এলাম মামা বাড়িতে
মন যেন চিনচিন করে
বার বার বীণাকে দেখার জন্য
মামাকে নিয়ে হাজির হলাম
সেতারা ও বীণাদের বাড়িতে
বীণার চোখে কালো দাগ
আড়ালে জিজ্ঞেস করলুম
কী হয়েছে বীণা
সে লাজুক
সে লজ্জা পায়
সে আমার জন্য দিওয়ানা
বলতে পারে না
মামা ও চাচা চাচীর আলাপ হলো
অবশেষে বিয়ে হলো
আরও প্রেম
আরও আাবেগ
আরও কাছে আসা
আারও চেনা
মিষ্টি মিষ্টি ছোঁয়া
আমি বীণা সুখী ছিলাম
এখনও সে আমার জান
আমার প্রেমের পায়েরা
আমার পরম প্রেমের
মিষ্টি শিহরন।।