আমার মিষ্টি সোনামণি
নাম আমাতুললাহ নয়নমণি
সকাল সকাল ওঠে
খুব দুষ্টামাতিতে মাতে।
নানা খেলার তরে
চাচাডাকে মন ভরে
কয়েক দিন ধরে
তার অসুখ হয়েছে।
আগের মত নায়
মিষ্টি ডাকও নায়
মনে বড় কষ্ট
সত্যি বড়ই কষ্ট।
সকালে দেখা কম
রাতেও দেখা কম
এখন একটু সুস্থ
চাচা ডাকে ব্যসত।
মনে এখনও শান্তি
দূর হয় ক্লান্তি
বেশি দোয়া চাই
আমাতুললাহ তরে ভাই।।
আমিন আমিন।