সাগরিকা নামের মেয়েটি
দেখতে খুবই মিষ্টি
একই বিদ্যালয়ে পড়া
এক সাথে যাওয়া
খুবই মেধাবী মেয়ে
সুনাম আছে গেরামজুড়ে
আমি খুবই গরীব
সভাব থাকেনা ঠিক
তার মিষ্টি উপদেশ
সব হয়ে যেত ঠিক
মনের জগৎ হায়
সব এলোমেলো হয়
না বলা কথা
যা হৃদয়ে গাঁথা
দেখা হলে বলব
মনে মনে ভাবি
সামনে গেলে হায়
লজ্জায় লাল হয়
একদিন বললাম
তোমায় খুবই ভালোবাসি
তোমার উত্তরের অপেখায়
মিষ্টি হেসে যায়
উত্তর পেলাম না
অবাক মায়ার জগৎ
অবাক যৌবন বয়স
সব কিছু এলোমেলো
কারো প্রেম এলোমেলো
তার জন্য দোয়া
সবার জন্য দোয়া
আমিন আমিন আমিন।।