আমার ছোট ভাইয়ের একটি মিষ্টি মেয়ে
আম্মাতুললা নাম তার
আমার কলিজার টুকরো
সকালে আমার কন্ঠ শুনলে
আর রয় না বিছানাতে
চাচা চাচা মিষ্টি কন্ঠে
ছুটে আছে আমার কাছে
নিজেকে ভাগ্যবান মনে হয় তখন
পৃথিবীর সব চাচারা
সত্যিকারেই ভাগ্যবান হয়
যদি তাদের ভাতিজি থাকে
মিষ্টি হাসি
মিষ্টি কান্না
নানা ধরনের বায়না
চুল ধরা
কামড় মারা
তবু্ও একটা শান্তি
মিষ্টি বাবুর
মিষ্টি আচরন
পরম একটা
পবিত্র অনূভুতি
সকালে
দুপুরে
রাএে
তাকে সময় না দিলে
ভীষণ মন খারাপ করে
আবার হঠাৎ করেই ভুলে যায়
পরম আনন্দের মুহূর্ত
চুমু দেয়
আর চাচা ডাকে বার বার।।