মন আজও অজানা!!!
আজব মনে হয়!!!
নিয়ন্ত্রণ থাকে না সবসময়!!!
বিয়ের বয়স পার হয়ে যায়??
পাএী নাহি মিলে
চিন্তায় সকলে
খোঁজ পাওয়া গেল
সকলে পাএী দেখতে চল
পাএের আবেগ মন
আনচান সারাক্ষণ
পাএীর বাড়ির যাকে
ঘনঘন এদিক ওদিক দেখে
একটু চিন্তা
একটু ধান্দা
কখন হবে দেখা
পাএের সাথে দেখা
নাস্তা এলো
খাওয়া শুরু হল
একটু বিশরামে
একটু লাজে
মাঝে মাঝে কিছু মেয়ে
মিটি মিটি হাসে
পাএী দেখার পালা
পাএের মন ঝালাপালা
এলো পাএীর সাথে
তিনটি মেয়ে
তিনটিই সুন্দরী
পাএের গেল মন চুরি!!
ঘনঘন চাহনি
বুকধরপরানী!!
পাএ বার বার
লাজুক দেখে আবার
জানা গেল
পরিচয় হল
মোহনা নাম তার
সুন্দরী গুনবতী পোদ্দার
পাএ জামশেদ
কথা হল রকমের
পাএী দেখা শেষ
মতামত অনিমেষ
পাএ জামশেদ
মোহনা করল তার ঘুমছেদ
প্রেম শুরু হলো
যখন মোবাইল নম্বর পেল
সবসময় দুটি মন
আবেগী আলাপন।।