পথিকের বনভূমির হারানো পথ
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)

পথিক পথে চলেছে
বনভূমির হারানো পথে
মনে হয়
বার বার
বাংলাদেশের কত কথা
অনেকটা কথা দেওয়া
ভন্ড নেতার অপকর্মের কীর্তিগাথা।
ভাঙা ডাল তুলে
তার ফিসফিস তৃষিত
ঠোঁটে নিয়ে  মোরা শুনতে পাই
অবিরত বৃষ্টির ক্রন্দন,
বেজে চলেছে ভাঙা ঘন্টার ঢং,
অথবা কোনো ছিঁড়ে যাওয়া
ব্যথায় কাতর হৃদয়ের বেদনার ঘাঁই।


বহুদূর থেকে মনে হয়,
কিছুটা গভীর রহস্য,
মনে হয়,
অনেকটা সৈরশাসকের
পথ চলার মত।
মনে হয়,
মাটির তলায় চাপা পড়ে আছে
যেন এক গুমোট চিত্কারে,
হেমন্তের ভারে,
ভিজে অন্ধকারে,
আধখোলা পাতার নীচে।
বনের স্বপ্ন ভেঙে গেলে,
পাতাময় হেজেলের ডাল
যেন নাড়া দেয়
চেতনার গহন আবহমান,
আমার জিভের ডগায়
সুবাসিত গান গেয়ে উঠে।


যেন পথিকের শৈশবের
হারানো শেকড় অবিরাম কাঁদে
যেন ফেলে আসা মাটি আকুতি জানায়,
আর আমরা সেই ঘ্রাণের আঘাতে,
থমকায় বার বার কিন্তু
বুঝেও থাকি নিস্পন্দময়
পথিকের পথচলা বনের মধ্যে শুরু
হারানো পথের সন্ধানে জীবন উদ্দেশ্যময়।।