স্বপন দেখে কবি
সভ্যতা - সমাজ - রাষ্ট্র
নতুন নতুন ভাবনার
সবাইকে জানাতে জাগাতে
তোমার পরিচয়
কাব্য - কবিতার
আকাশের আলোতে
বীনাতারে বুনি
চিরচেনা প্রেমের সুরে
বন্ধনের কৃষরেখা
রিক্তভাবে কর
পুলকিত চোখে
কবিতার ছন্দে ছন্দে
বার বার কর
অমর রচনা
প্রেম সংগীতে
দুঃখ - কষ্ট
বেদনা ছলনা
গনতন্ত্র জনতন্ত্র
বাকসাধীনতা জবাবদিহিতা
তোমার কলমে
বার বার
রক্তের মত
নতুন সুরে
পকাশিত হয়
সরকার জনগন
সবার জন্য তোমরা
মানব জীবন
পকৃতি জীবন
সমাজ -রাষ্ট্র জীবন
সবার বন্ধু
কলম বন্ধু
তোমরা মরেও
অমর থাক।।