পদত্যাগ করতে হবে
জালিমদের পদত্যাগ করতেই হবে
বাংলাদেশের মাটিতে
জালিমরা থাকবে না
জায়গা তাদের
চিরন্তন জাহান্নামে।।

জনগণের কথা বলে
ভোটের চুরির বিশ্ব
চোরের দেশ বলে বলে
রেকর্ড করে
বারে বারে
স্যাংশন আজ বাংলাদেশে
তোরা পদত্যাগ কর
নচেৎ লুঙ্গিও
সাথে নিতে পারবি না।।

তোরা পদত্যাগ কর
আবার বলছি
তোদের ভাতে মারব
পানিতে মারব
স্যাংশনে স্যাংশনে
পিটিয়ে পিটিয়ে মারব
দাদারাও বাঁচাতে পারবে না ।।