পাপের ভাষা 1
আমি আমার উত্তরাধিকার পুড়িয়ে ফেলি
বলি ’আমার দেশ হল কুমারী, আর
কোনো কবর নেই আমার যৌবনে।
আমি শয়তান অতিক্রম করি
(আমার পথ ঈশ্বর আর শয়তানের পথের অতীত)।
আমি আমার বইয়ের ভেতর দিয়ে
উজ্জ্বল সবুজ বজ্রমালার মিছিলে হাঁটছি
আর চিৎকার করছি:
আমার পরে কোনো বেহেস্ত নেই
কোনো পতন নেই
আমি পাপের সব ভাষা শেষ করে দিচ্ছি!!