হাওয়া বইছে
পরিবর্তনের হাওয়া
নবজোয়ার চারিদিকে
মানুষেরা আজ নাজেহাল
চাকুরী নাই
ভাত নাই
কাপড় নেই
বাসস্থান নাই
নাই গনতন্ত্র
জবাবদিহি নাই
তাই দরকার পালাবদল
মুখের বুলিতে নয়!!
কাজে দেখাও!
গনতন্ত্রের জন্য মোরা!!!
শাসকরা এক পরিবার
এক দল এক মতাদর্শ
হলে গনতন্ত্র জবাবদিহি তা
সবোপরি বাকস্বাধীনতা
জাদুঘর জায়গা নেয়
সংগামীরা
বিদোহীরা গুলি খায়
গুম হয়
খুন হয়
একনায়কতন্ত্র কায়েম হয়
তাই বার বার দরকার
গনতান্ত্রিক দলের সরকার
এক পরিবার
এক নেতা
এক গুন্ডা কে
সরকারে দেখতে চাই না
বার বার আমরা
১৯৪৭' ৫২'৬৫'৬৭'৬৯'৭১'৭২
আরও ৭৩'৭৪'৭৫'৮১'৯০'
অবশেষে ২০১৪'২০১৮
কখনও দেখতে চাই না
পালাবদল চাই
ন্যায় শাসক চাই
কাকাতুয়া তোতাপাখির
নেতার দরকার নাই
বছর বছর হাজারে হাজারে
নেতার জন্ম
কিন্ত দেশের জন্য
সব ত্যাগের নেতা
কখনও পেলাম না
বার বার দরকার
পালাবদলের
ছলনাময়ী রাজনীতিবিদেরথেকে
বাংলাদেশ হেফাজত কর
আমাদের আল্লাহ
আমিন আমিন।।।