অসহ্য বিরহ চিরকাল আঁধারে
এখনও যতটুকু ভালোবাসা রেখেছি বাকি,
বলি শুন,যদি পারো
অবশেষে ফিরিয়ে দিয়ো আমায়
মনে হয় শেষ নক্ষত্রের রাত
অচেনা শব্দশূন্য আঁধার আসে
তবুও অসহ্য বিরহ
চিরকাল আঁধারে।।
এখন কোন তারা নেই,
কেন জানি,জেগে থাকবে অনন্ত আকাশে
কিছু তারা বাঁচে তোমার মতো করে,
অসহ্য বিরহ চিরকাল আঁধারে
কেন জানি বার বার
হয়তো তুমি আছো বলে এক শতাব্দী দূরে।।
তোমায় দিলাম ছুটি
চিরচেনা সাগর যে তােমার মতােই অভিমানী,
ঝিনুকের খোলা রাখল না
উজ্জ্বল ভালোবাসা খানি
কেমন একটা নির্জনতার পথ বেয়ে,
পরিসমাপ্তি খুঁজে চলেছি ক্লান্ত পায়ে
কেঁদে ফেলি বারবার
অঝরে অঝোরে বৃষ্টি মাখা মনে
বিস্ময় আকর্ষণে যদি কেউ ভালোবাসে গোপনে
তবুও অসহ্য বিরহ
চিরকাল আঁধারে নিঃশ্বব্দে।।
কখনও যদি
পরিচিত মেঘ ডাকে
গভীর অনুভবে তোমার গোপন নামে,
তবে ভাবে কাজল লাগিয়ে
দিয়ে উড়ে আসা চিঠির খামে ।
যে কবিতা তোমায় লেখা,
সেগুলো থাক সমাধির বুকে
তোমার অভিমান যে
অসহ্য বিরহ
চিরকাল আঁধারে
কেন জানি,
আজও নাবালক প্রেমহীন বাম পকেটে।।