একটু সচেতন হলেই
জনগণ জাগলো
মনে করে শাসকরা
ভয়ে ভয়ে
পুলিশ ভাইয়েরা
মিছিলে গুলিবর্ষণ
জেলে পঁচে জনগণ
বেশি উন্নয়ন উন্নয়ন
জনগণের গলার কাটা।।