বলছি শোন
বাংলাদেশের মানবরা
শোনার ধৈর্য্য কম
বলার শপথ বেশি
অমুক তমুক করেছি
এ দিয়েছি
ঔটা দিয়েছি
কামে কাজে
বেশি ঠনাঠন কাশি
আজব গুরু বাবা বলে
এক ধাপ
শয়তান সাগরেদরা
বলে দুইশ ধাপ
অনেক গজব আজব
চুলকানি বাবার মলম লাগাইছে
বাংলাদেশের জনগন
আজ সত্যি ক্লান্ত তারা
অন্য ভাবনায় কিছুক্ষণ
নতুনতর নেতৃত্ব চাই ।।
বড়ই খেপায় আছি
মোরা সবাই
বাংলাদেশের জনগন
আজও খুঁজি
সত্যিকারের মানুষকে
কাজে ও নীতিতে
একদম সত্যবাদী
নতুনতর নেতৃত্ব চাই
সত্যি অন্য ভাবনায় কিছুক্ষণ ।।