বাংলার আকাশে কালোমেঘ
কিছু মানুষ ধামাধরা
যতকিছু হোক না
কালোমেঘ তারই পছন্দ।
এত অন্যায় তবুও
সমথকরা সমথর্ন দিবেই
দলবাজ, ফাপড়বাজ, বাবাবাজ
এতো গো ধরা
জনগনের জন্য নাহি
গদিচ্যুতর ভয় হয়।
কচুকাটা হওয়ার ভয়
এত মামা ছামা
এত ভন্ডামীর উন্নয়ন
ভালো নিবাচন দেও।
সংবিধানের দোহায় দেও
সংবিধান জনগণের জন্য
জনগণের জন্য আবার
পরিবর্তন হবে অবশ্যই।।
নতুন আইন চাই
রাজনীতিবিদ, পুলিশ, সবকমচারী
নাগরিক সুবিধা নিশ্চিত
বুলিতে নয় হায়
বাপের বুলি নয়
কাজেই প্রমান চাই।
সবজায়গায় পরিবর্তন চাই
আমিন আমিন আমিন।।