দিন দিন
মফিজ হতে
চলেছি মোরা,
কান্ডজ্ঞান নাই
হতে চলেছে।।
জাতিসংঘ সত্যি কথা বলেছে
না ভোটচোর সরকার
সত্যি কথা বলেছে,
না বাংলাদেশের মানুষেরা
সত্যি কথা বলেছে,
সত্যি, আমরা মফিজ জাতি
হতে চলেছি।।
ভোট দিলাম না
তবু্ও ৪০% ভোট
ইবলিশ ইলেকশন কমিশন
হিসাব দেখায়
কোন কোন বেশ্যা বলে
১৯৭৫ সালের পর
সুষ্ঠু নির্বাচন হয়েছে
হিটলার হতে চলেছে
নব্য মাফিয়া
বাকশাল ২ কায়েম হতে চলেছে
মোদের বাংলাদেশে।।