আজ মোরা
ভুল ইতিহাসের আয়নায়
বার বার মুখ দেখি
ইংরেজ আর
সি.এ.আই তদবী পাওয়া
তাবেদার বুদ্ধিজীবীরা
যা রচনা করেছে
তা আজ গিলছি মোরা।
ঐতিহাসিক ভুল
সংশোধনের প্রয়োজন
সুলতান মাহমুদ
চিরস্মরণীয় নাম
আজও অমর
মন্দির ভাঙা
আর হিন্দু হত্যা
মহামিথ্যাচার তার উপর।।
ইবলিশ নামের কুলাঙ্গার
কিছু কিছু লোকের কাছে
সে আজ ভিলেন
কিছু লোকের চোখে।।
যারা ইতিহাস বিকৃত করেছে
সত্যি বলতে,
মাহমুদের ভারত আক্রমণ
রাজনৈতিক কারন
সব ইতিহাসবেওা স্বীকার করে
সবাইকে বলি সত্য উপলব্ধি
সত্যিকারের ইতিহাস সবসময়
পড়তে ও জানতে হবে।।