সব কিছুর শুরু
কিছুই কিছুই নশ্বর
অবাক মমতায় জগৎ
দেখবে হঠাৎকোন খবর
গুনীজনরা কয় ভাই
যাওয়ার সিরিয়াল নাই
তাইতো ভাবি নিরালায়
আমারবাবু দেখার সময়
আমায় একটু দিও
জান্নাতে কষ্ট পাবও
কারন অবাক মমতায়
কাবু করেছো আমায়
বাবু পেটে এখনও
আল্লাহ পৃথিবীতে আানিও
নিরাপদ আশ্রয়ে রাখিও
মোরে মাফ করও
কারন অবাক মমতায়
আমি কাবু আবারও
আমিন আমিন আমিন।।