সবসময় সব রকমের
শিরিক থেকে মুক্ত নিজে থাকি,
অপর ভাইকে
মুক্ত থাকার চেষ্টা করি।

আমলে শিরিক থাকলে
সব বরবাদ
সেজদা একমাত্র
আললাহর তরে।।

সংস্কৃতি নামে
নানা শিরিক
দেশপ্রেমের নামে
নানা শিরিকি
অপসংস্কৃতি
বাংলাদেশকে ধ্বংস করছে।।

অবশেষে বলছি
সত্যি, সত্যি
মোর নত শির
মওলা তোমার
সন্তুষ্টির জন্য সবসময়।।