আজ মোরা সভ্য জাতি
দাবি সমসময় অবিরত করি
নৈতিকতা ও মানবতা
তাও নিয়ে চলে প্রতিযোগিতা
জড়বাদী ও বস্তুবাদী জীবন
ভোগ সাধীনতার অন্য জীবন।।
নৈতিকতা নাই
দায়িত্ব বিদায়
চলে নগ্ন প্রতিযোগিতা
জীবন যৌবনের রম্যরসে
উপভোগের নগ্ন রসে
নগ্ন প্রতিযোগিতা।।
যৌবন অল্প সময়ের
ভোগের প্রতিযোগিতা দীর্ঘ সময়ের
নগ্ন সাংস্কৃতিক আগ্রাসন
ধ্বংস মানবতা ও জয়গান
নগ্ন প্রতিযোগিতা
ভোগবাদী ও বস্তুবাদী।।
পশুবৃওি,পাশব প্রবৃওি
নানা বিপ্লবের সুফল
জনগন পায় কম
প্রতিবিপ্লবের ধ্বংস কামনায়।।
বিপ্লব সবসময়
বন্ধ হবে কি
নগ্ন সাংস্কৃতিক আগ্রাসন
নগ্ন প্রতিযোগিতা
সবার কল্যান হোক
আাবার শান্তি কামনায়।।