নিষ্পাপ কিছু মানুষ এবং ফুলেরা
মোঃ সালেহ  উদ্দিন প্রামানিক (উত্তর পথিক)

১)
ফুল জান্নাতেও
যেমন  নিষ্পাপ ছিল
পৃথিবীতেও জনপ্রিয়
কিন্তু আজ কি দেখি বন্ধুরা
পৃথিবী এবং ছাইয়ে
জন্ম নেওয়া ফুলেরা,
কিছুটা স্বচ্ছ মনে হলেও
কিন্তু বেশিরভাগ
অসচ্ছ পানি পান করে তবুও
সত্যি,  তারা পবিত্র, সুন্দর এবং সুগন্ধী।
তাদের বাহারি রঙ,
পুলকিত করে,
সবার দৃষ্টি ও হৃদয়।
চরম বেয়াদবও ফুল পছন্দ করে।।

২)
কিন্তু মানুষ (আব্বা আদম) যাদের
একসময় ফেরেশতারা সেজদা করেছিল
ফুলের দিকে তাকিয়ে
যারা অশ্রুর চেয়ে পবিত্র পানি পান করতো।
তারা নিষ্পাপ ও ধামিক ছিল।
যখন থেকে গাঢ় লাল,
রঙের আপেলে কামড় বসালো,
সেই থেকে তারা কুৎসিত হয়ে গেল
কিন্তু কেন?
শয়তানের ধোকা বন্ধুরা
গোপন ও প্রকাশ্য দুশমন ইবলিশ।
আললাহ সময় দেন
কিন্তু ছাড় দেন না।

৩)
জান্নাতি সুবাস
সুভাসিত নানা ফুলের গন্ধে
নানা রঙের
নানা গন্ধে।
আসি, মানুষের কথায়
সময় এখনও আছে
ক্ষমা চাও
মওলার কাছে।
নিষ্পাপ হও
জান্নাতি ফুলের মত
মিষ্টি কন্ঠের পাখির মত।।