আমি কবি
নিরব থাকতে পারি না
পাপ তো পাপ
দল,পরিবার,রাষ্ট্র, সরকার
কারো তোষামোদ নয়
অন্যায় দেখলে
ঝাপিয়ে পড়
শক্তি দিয়ে
না হয় কলম দিয়ে।।

জনগণ ভোট দিয়ে পারে না
বিনা ভোটের সরকারের
নানা অপরাধ
নানা পাপ
ঘুষ, সুদ,
ডজন ডজন
মিথ্যা বাপের
গালগল্প আরও পাপ
মিথ্যা ওয়াদা
মিথ্যা স্বপন দেখানো
আরও মহাপাপ।

এতো দেখেও
যারা নিরব
তারা পাপী
প্রতিবাদ কর
মানবতার জন্য
আললাহর কাছে
জবাবদিহি করতে হবেই।।

সত্যি নিরব থাকা পাপ
মহাকালের মহাপাপী হবো মোরা
আললাহ মানবতার চোখ খুলে দেও
আবার মোরা মানুষ হই
আমিন আমিন আমিন।।