নারীর মন ও শরীর
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক(উত্তর পথিক)

১)
আমরা নারীকে দেখি
মানবিকতা দৃষ্টিতে
কখনও আবেগ মিশিয়ে
কেউ কেউ নোংরা চালে
একটু বলি
শোন তবে,
শুভ্র ঊরুদেশ তার,
শ্বেত বুকপাহাড় সমন্বিত নারীদেহ কোন
সমর্পণে নত হলে মনে হয়,
যেনো সে উপমা ধরিত্রীর!
নিয়ত খুঁড়ে যায় তাকে
বুনো এক কৃষানীর শরীর,
আর মাটির গহীন থেকে
তুলে আনে এক আশ্চর্য শিশু!


২)
বিচিত্র ভাবনার জগতে নিঃস্ব মোরা
শান্তি ও ভালোবাসার খুঁজে সবাই
নারীর আগমন হেথায়
পড়েছিলাম সুড়ঙ্গের মত, একা।
পাখিরা ফেলে গেল
আর প্রবল পেষণে আমায়
আষ্টেপৃষ্ঠে বাঁধল সাথে নগ্ন রাত
আত্মরক্ষায় নারী তোমায়
গড়েছি আমি তুমুল হাতিয়ার করে
যেন ধনুকের তির তুমি কিংবা
আমার গুলতির পাথর মন।।


৩)
এলোমেলো মনে
ভয় আর ভয়
সাহস মোরে দিল কে
মোর সোহাগী বউ
অথচ প্রতিহিংসার প্রহর নামে
আর নানা মায়ায় তোমায় ভালবেসে যাই।
চর্মজ তনুদেহ, শৈবাল ছাওয়া,
সমন্বিত আর মায়াবী মন
মনের ওই পানপাত্রেরা,
আহা! আনমনা ওই চোখেরা, আহা!
গোলাপি ওই জঙ্ঘা-দুটো!
মৃদু ও বিষাদী তোমার ওই স্বর!


৪)
কম বেশি সবার কামনায় নারীর শরীর,
চারুতায় তার দেবো উদ্বেল ডুবসাঁতার।
সবার পিপাসার গান, অগুনতি ইচ্ছেরা,
কেন অনিশ্চিত পথ!
মনের ইচ্ছায় মিশকালো নদীদেশে, যেখানে তৃষ্ণার গান বেজে চলে নিরবধি
অবশেষে  একরাশ শ্রান্তি নামে,
যেন অসহ ব্যথার গাঁথা সহযোগে
নারীর মনকে ভালোবাসো
মন ও শরীর উভয় তোমার হতে বাধ্য।।