বাংলাদেশের আকাশে
স্যাংশন নামের
কি যেন শোনা
হাতি পাতি নেতা
হাতি পাতি আমলা
তোদের লুঙ্গি সামলা।।
ওরে ভয় নাই
তোদের ভয় নাই
নানা বাবার
আদশের তসবী
জপতে জপতে
বাবার মাজারে
ছিন্নি বেলাও
বেশি করে পাগলা
বাবার মলম লাগাও
রক্ষা নাই
রক্ষা নাই ।।
নানা শয়তান
নানা পাগলরা
আজ স্যাংশন শহীদ
নানা পাগলা নেতা নেএী
ছেলের স্যাংশন শোকে
নানা কাকের সুরে
নানা উপাধিতে
নানা শাসকের সাথে
নানা ভঙ্গিতে
নানা সেলফি
আজ বেকার
আজ কান্না
আজ আহাজারী।।