১)
নগ্ন প্রতিযোগিতায়
সমাজ সংস্কার হচ্ছে না,
বিশ্বের শান্তি কামনা ব্যথ হচ্ছে,
রক্তের হোলিখেলা বারও বাড়ছে।।
২)
নানা উৎসবে,
নানা রঙে,
নানা ভৌতিক চেতনার,
বাহারী মোড়কে,
পোশাকের প্রচার ও প্রসারের নগ্নতা,
পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন,
নায়কের নায়িকার পোশাক,
খেলোয়াড়, রাজনীতিবিদ,লেখকের
বাহারী পোশাক।।
লাল, নীল আলোর ঝমকানি,
তরুণরা দিশেহারা হচ্ছে!!!
আকাশ মাধ্যমের নগ্ন সাংস্কৃতিক আগ্রাসন
পন্য বিজ্ঞাপন,
নগ্নতা প্রদর্শন,
চারিত্রিক নগ্নতা
আমাদের নষ্ট করছে।।