আসসালামু আলাইকুম
মানবতাবাদী কবিরা
একটু কষ্ট করে
তেঁতো লাগুক
তবুও শোন
আজ কারাগারে
মানবাধিকার আরও
অনেক কিছু,
শুধু মুসলমানদের জন্য
অশেষ অত্যাচার আর অত্যাচার
আজ তারা মজলুম জাতি।।
বিশ্বকে মুসলমানরা
যা যা দিয়েছে কিন্তু
আজ তারা মজলুম
কল্যাণকর এমন কাজ নাই
যা মুসলমানরা করেনি
হায়রে হায় ভাগ্য!!