মোরা যাযাবর
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
বিশ্ব দরবারে
নিজের আসন করিনি
অপরের আসনে এখনও
সত্যি, চিরকাল কি কৃতজ্ঞতা!!!
দাদার দাদাগিরি চলছেই
৫০ বছরেও চলছে হরদমে
বাংলাদেশ আজ
সত্যি, হতাশা ও হতাশার আবাসস্থল
অনেকটা যাযাবরের মত
মোরা কবে যাযাবর
জীবন থেকে মুক্ত হব!!
কি কারনে
কি বাসনায়
চিরকাল বন্ধ রেখেছি
মোরা মুক্তির দরজা
কেন কেন বন্ধুগণ!!
এই হাত—ভেঙে যাওয়া
কাছ থেকে দূরে
আরো দূরে ধাবমান।
ধোঁয়া আর ধোঁয়া প্রদীপ
আলো দেওয়া অবাক স্ফুলিঙ্গ
ছাদের ওপর এই আকাশ
আরো অন্ধকারময় মনে হয়
চিরন্তন এমনি হবেই!!
মুক্তি বার বার
ফিরে গেছে
আর কত প্রাণ ছায়াহীন!
একটা চাউনি...
একটুকরো আঁধার...
এই তো ঘর—কেউ একজন
প্রবেশ করেনি কোনোদিন...
মোরা যাযাবর কেন এখনও?
মোরা একটু কিছু হলেই
পশ্চিমা/দাদারা কি বলে
পশ্চিমা/দাদারা কি সমাধান দেয়
পশ্চিমা/দাদার ধূতির দশনে
মোরা ধজাধারি
সত্যি, আজও মোরা যাযাবর!!