মোর ভালোবাসার শুকতারা (বউ)
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
##
সবসময় তবুও
মনে বউয়ের প্রেম রয়
একদম শেষরাতে
বউ এক চোখে তাকিয়ে থাকে
আমি মুগ্ধ নয়নে
দেখি আর শুকরিয়া জানায়
মোর মওলার।।
##
বউ আর শুকতারাটার দিকে!
তারাটা সারারাত একা একা
জানালায় আলো জ্বাইলা রাখে
সে সারারাত একা একা
জানালা খুইলা বইসা থাকে;
দুই বন্ধু মোরা
মাঝখানে আস্ত একটা আকাশ!
বউ মোর জীবন
শুকতারার মত।।