মোর নতশির তোমার তরে মওলা
মোঃ সোহাগ প্রামানিক(উত্তরের পথিক)


আমি ছিলাম
রুহের জগতে
সত্যি মৃত,
সহসা আবার জীবন পাই;
কাঁদছিলাম সদা
আবার হাসছি এখন।


আমার মধ্যে প্রেম জন্মায়,
আমি নিঃস্ব ছিলাম
তারপর তুমি করলে পূর্ণ
আমি বন্যতার চূড়ান্ত করি-
তার বেশি কিছু করার ছিল না।


মোর জন্মের পর
নতশির ছিল তোমার তরে
মৃত্যুর পরেও সেই
নতশির তোমার তরে।।

ক্ষনিকের পথিক
গন্তব্য ভুলে যেও না
মওলার তরে সব
সপে দেও তোমার
দুনিয়া ও আখিরাত।।