মৃত্যু এক নব যাএা
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
১)
মৃত্যু এক অনন্ত যাত্রার সঙ্গে বিবাহ,
এ কিসের গুমর? মহান আল্লাহ চিন্তায় সবসময়,
সূর্যালোক জানালা গলিয়ে ঘরে ঢোকার বেলা,
ভেঙে গেল সংকীর্ণতা ।
২)
আঙ্গুর ফলের বাকল বহুবিধের যৌগ,
কিন্তু আঙুরের রসে কোন ভাগ নেই,
আললাহর প্রেমের আলোর নিরিখে বাঁচে,
মৃত্যুর ফলে তার আত্মা আরেক বর্ধিত উদযাপনে,
অধিষ্ঠিত হয়।
৩)
যে চলে গ্যাছে তাকে আর ভালো-মন্দের তকমায় বেঁধো না,
বরং তোমার চোখ একাগ্র করো আললাহর রহমতের,
যে অদৃশ্য তাকে নিয়ে বেহুদা কথা বলো না —
সে হয়তো তোমার দৃষ্টির অতলে ভর করে আছে।
৪)
মনে রেখো দুনিয়ার বন্ধুরা,
চর্মচক্ষুর দৃকপাত কেবলই এক জাগতিক আচার,
তারমধ্যে দেখাদেখির কোন অদেখা নেই,
কিংবা নেই গোপনতার মর্ম!
অথচ এই চোখই যদি পরমার্থের বিভামণ্ডিত হয়,
তাতে থাকতে পারে দেখার অন্তঃপুরে দেখার আড়াল।
৫)
যে-কোন ঝলকানিকেই,
আললাহর নূর ভেবো না,
ক্ষণাচারী আলোর স্ফূর্তি হতে পারে,
শুধুই দুনিয়াদারির জরি,
যে-আলো সমগ্রের অধীন,
ও উপর কেবল তা-ই,
পারমার্থিক উদ্ভাসের বিস্তার।
৬)
মহান আল্লাহ , কেবল তুমিই জানো আলোর কী মাজেজা!
তোমার আলোয় মিলনের তীব্র বাসনা লইয়া পক্ষী
তোমা পানে ধায়!
ভালো আমল সত্যি,
জান্নাতের স্বাদ দুনিয়ায় মেলে,
মৃত্যু আসবেই-
আললাহর দীদার পাবেই,
সব কাজে আল্লাহর ভয়।।
জবাবদিহিতা করব শুধু আললাহর কাছে,
কোন কিছুতে ভয় থাকবেনা যে।
আমিন আমিন।।