মাইকে মাইকে ঘোষণা
কারো বিদায় ঘন্টা
জানাজার পর জানাজা
মানুষেরা তাও শয়তান।
সচেতন একটু ভয়ে
কারন মরন যেকোন সময়ে
কিছু দিন পর পাপী
মনে হয় কিছুই হয়নি।
এই সংকীর্ণ ধারনা
বের হতে পারছি না
মৃত্যু আললাহর দান
আগে আগে সাবধান।।
নামাজ,রোজা,মানবাধিকার
পাবে নাজাত আল্লাহর
সচেতন কর সবাইকে
জান্নাত তোমারই হবে
আমিন আমিন আমিন।