ঘুষ কমিশন নামে পরিচিত
আজ দুনীতি দমন কমিশন
নিবাচন কমিশন
নামের আজব গজব কমিশন
শাসকের দাবার খুঁটি
তবে ডামি নিবাচনের জন্য
চিরকাল মানুষের মুখে
ঘৃণার পাএ হয়ে রবে
মানবতা ও পালাবদল কোথায়!!
এদিকে স্যাংশন ভয়
চারদিকে চাপ
দলীয় কঙদল
দেশের ব্যাংকগুলো দেউলিয়া
দেশের রিজার্ভ শূন্যের কোঠায়
মাফিয়ারা আজও ক্ষমতায়
আবার কৌশলে ক্ষমতা
চিরস্থায়ী করতে চায়
মানবতা ও পালাবদল কোথায়!!!