কান্না আসে
চোখে পানি নাই
বিশ্ব মানবতার
ব্যাপক রক্তপাত।।
ইসরাইল ও আমেরিকার
ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান
বোমা ফেলছে
নিরীহ ফিলিস্তিনের বুকে
রক্তে রক্তে মহাসাগর
দেখবার কি কেউ নাই
স্বাধীনতা চাওয়া
কি অপরাধ??
অন্যায়ের বিরুদ্ধে কথা বলা
কি অপরাধ ??
মানবতার ফেরীআলারা
আজ ভিলেন
কেন আজও সমস্যায়!!!
আরব বিশ্ব!!!
কেন কোন কথা হবেনা!!!
ফিলিস্তিনের মানুষের জন্য!!!
একজন ইসরায়েলের তরে
একশত ফিলিস্তিনের রক্তভেজা লাশ
মানবতা কাঁদে!!
মানবতা কোথায়???
মানবতা কি জঙ্গল বাস করছে!!!
নানা বিতর্ক জাতিসংঘ নিয়ে
বিশ্বের জন্য ভুয়া জাতিসংঘ
শক্তিধরদের আড্ডাখানার সংগঠন।।