মেহেরুননেছা
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)

##
অনেক ধরেই তো বলছি তো
কবুল বলে
বার বার হাত ধরে
আমার ঘরে তুমি এসো না, মেহেরুননেছা,
রুহের জগৎ থেকে উঠে-আসা প্রতিধ্বনি আমরা।
আমাদের পরিত্যাগ করেছে মানুষ,
টুটে গেছে রাত ও অতীত।

##
কানপেতে একটু
শোন, মায়াবিনী মেহেরুননেছা
কিছু কিছু বেদনার আর
আমায় ভুলেছে তকদির
আশা-আকাঙ্ক্ষায় চিরবঞ্চিত
আমার আর
নাই কোনো স্মৃতি,
কোনো স্বপ্ন:
আমার শান্ত মুখ হারিয়েছে রঙ,
হারিয়েছে সমস্ত জলুস।

##
তোমার নানা চিন্তার
তোমার নানা রোগে
আমরা সময় থেকে শূন্যে ভেসে যাই,
পরিতাপে কখনও পুড়ি না,
শুধু বাস ক'রে চলি
নিজ হাবেলিতে একা।

##
মেহেরুননেছা, এগিয়ে যাও,
আমাকে জাগাবার চেষ্টা
কোরো না খামখাই:
আমার শিরা পাটখড়ি,
রুধিরে বয় না আর ক্রোধ,
কে বলেছে বিস্ফোরিত হ'তে পারে আত্মা?

##
বলি,একটু শোন মেহেরুননেছা
মোর নয়নের শাহাজাদী
আমি খুশি হতাম বরং, মারা গেলে
কবরেরা প্রত্যাখ্যান করবে আমায়।
শুধু যদি সময়েরে মাপা যেত
বৎসরের বাটখারার দ্বারা!

##
শোন, মেহেরুননেছা
শুধু যদি জানা যেত
নিজের একটা ঘর থাকার মানে কী!
শুধু যদি পেতাম উন্মাদনায় ভয়!

##
শোন, মেহেরুননেছা
শুধু যদি দ্বার থেকে দ্বারে
ছোটা অসহ্য হ'ত আমার!
শুধু যদি পারা যেত
মারা যেতে অন্যদের মতো!