ভোরের আজান
মন আনচান
আদায় নামাজ
শান্তি আবার
হাতে কুরআন
শান্তি আবার
ঘুম আবার
অশান্তি আবার
কুপোকাত জনগন
বিদেশবেড়ানো শাসক।।
ভাবলাম লিখব
ঘুমে বিভোর
ভাবলাম খাব
ঘুমে বিভোর
মাকে ফোন
ভাবনায় বিভোর
কুপোকাত জনগন
শাসক বেখবর।।
দেশ বাঁচাও
ভাবনায় বিভোর
নিজেকে বাঁচাও!!
সভ্যতা বাঁচাও!!
ভন্ড নেতারা!!
আজব চিৎকারে!!
গদিচ্যুতের ভয়ে
গদি দখলে
কুপোকাত জনগণ
সমাধানে বেখবর।।
আরও কত!!
কও মওলা
কুপোকাতে দিশেহারা
জাগবে সবাই
নবনব সৃষ্টির ধারা।।