কবি একটি শব্দ
কবি একটি প্রতিভা
কবি একটি জীবন
কবি একটি জাগ্রত দেশপ্রেম!!
কবি কাব্য
কবি সমাজ
কবি রাষ্ট্র
কবি কলম
কবি নয় দলকানা!
কবি আপোষহীন!!
কবি রক্ত
কবির বার বার
জন্ম নেও মৃত্যুবরণ কর!!
কবির মন
ভাবনার সাগরে
ডুবে থাকে সারাক্ষণ
মানুষ অমানুষ
পশু পাখি
সবাই তার বন্ধু
তার কলম
তার চিন্তা
লেখা তার
খুঁজে বেড়ায়
সে সবখানে
না সাগরে
না আকাশে
পুবালি বাতাসে
প্রেম আসে
সবাই প্রেম সাগরে ভাসে
তোমার কাব্যে
তুমি এক পরিবারের নও!!
তুমি সবার
তুমি নও
দলকানা!!
একদলীয় ইতিহাস!!
তুমি
ধম- সমাজ -রাষ্ট্র
গনতন্ত্র জনতন্ত্র
তুমি মানবতাবাদী
তোমার সৃষ্টিতে
তুমি অমর থাকবে
আমিন আমিন।।